January 3, 2025, 7:39 pm

সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের শেষ সময়ে রাজউকের জমি অবৈধ বরাদ্দ : প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ মেঘদাইর গ্রামে শাজাহান আর মাইনুদ্দিন মাইন্না ডাকাতের অত্যাচারে অত্যাচারিত মেঘদাইর গ্রাম বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ শুধু কি প্রশাসন ক্যাডারই আচরণবিধি লংঘন করছে?  খিলক্ষেত পুলিশের চোখে ধুলো দিয়ে লাশ গুম রহস্যময় হত্যা নাকি আত্মহত্যা?? কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন আনন্দ টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন চৌধুরীকে (৩৭) অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক   কমিটি ঘোষণা ২০২৪ দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে “আযহারী সাইবার টিম বাংলাদেশ” পটিয়া শাখা গঠন

দেশব্যাপী আযহারী সাইবার টিম গঠন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার পটিয়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ও আযহারী সাইবার টিম পটিয়া শাখা গঠন করা হয়।

এতে প্রধান মেহেমান ছিলেন টীমের প্রতিষ্টাতা  ও চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন ও তরুণ ইসলামিক স্কলার, হযরতুল্লামা শায়খ সৈয়্যদ মুহাম্মদ হাসান আল আজহারী এবং কেন্দ্রিয় টীমের কর্মকর্তাবৃন্দ।

মহান বিজয় দিবসের তাৎপর্য্য তুলে ধরে প্রাধান অথিতি বলেন, বিজয়ের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সু্ন্দর দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তাছাড়া সমাজ হতে ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং ও মাদক নির্মূলে সকলের সচেতনতা বৃদ্ধির জন্যে তরুণদের ভুমিকা অপরিসীম।

তাই সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে দ্বীন ধর্ম পালনের পাবন্দি করে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে আযহারী সাইবার টীমের উদ্দেশ্য।

পরে আশরাফ আলী আশিক, মিনহাজুল ইসলাম, রাকিবুল হুদা তুহিন, সাহিল মহিউদ্দিন, মোহাম্মদ ফখরুদ্দিন , সলিম উল্লাহ, গোলাম সোবহান , আতিকুর রহমান ,হাফেজ মোঃ হেলাল, ইরফান মাহমুদ , হাফেজ মোহাম্মদ ইসহাক ,মেহদী হাসান, মোহাম্মদ জুয়েল ,মোহাম্মদ সাকিব ,নিলয় আহমেদ রেফায়ী ,তানভীর ইভান,জাবেদ ইসলাম ,মোহাম্মদ মামুন ,রবিউল ইসলাম তৌফিক , মোঃ রিদুয়ানুল করিম ,জাবের আলম রুহি ,মোঃ ইমরান হোসাইন ,সাইদুল হক, মোহাম্মেদ সাফায়েত আহমেদ ,তৌহিদুল ইসলাম , শাহেদ খান ,মঈনুদ্দিন চৌধুরী আদি, জয়নাল আবেদীন, মোমিনুল হক, এরফান উদ্দিন জুয়েল , সাফিন চৌধুরী, ইয়াসিন খান, মিজানুর রহমান খান, মিনহাজ আবির, মোহাম্মদ জুনাইদুল ইসলাম, রাব্বি এহসান,  মুহাম্মদ সাকিব, মেহেদী হাসান, ইউসুফ ইমতিয়াজ, নুরুল আযিম চয়ন,হাফেজ মিজানুর রহমান ও রাকিব আহম্মেদ তামিম কে সদস্য করে ৪১ জন বিশিষ্ট আজহারী সাইবার টিম পাটিয়া শাখা গঠন করা হয়।

পরিশেষে স্বাধীনতা ও বিজয়ের সংগ্রামে শাহাদত বরণকারী সকলের মাগফিরাত কামনায় দোয়া -মুনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন