January 3, 2025, 8:32 pm

সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের শেষ সময়ে রাজউকের জমি অবৈধ বরাদ্দ : প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ মেঘদাইর গ্রামে শাজাহান আর মাইনুদ্দিন মাইন্না ডাকাতের অত্যাচারে অত্যাচারিত মেঘদাইর গ্রাম বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ শুধু কি প্রশাসন ক্যাডারই আচরণবিধি লংঘন করছে?  খিলক্ষেত পুলিশের চোখে ধুলো দিয়ে লাশ গুম রহস্যময় হত্যা নাকি আত্মহত্যা?? কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও কমিটি গঠন আনন্দ টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন চৌধুরীকে (৩৭) অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক   কমিটি ঘোষণা ২০২৪ দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক   কমিটি ঘোষণা ২০২৪

ওমর ফারুক মিল্লাতঃ রাজধানী অন্যতম ব্যস্ত শহর ঢাকা উত্তর ৯৬ নং ওয়ার্ড খিলক্ষেত থানা অন্তর্ভুক্ত। খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা ২০২৪। বুধবার সন্ধ্যা সাতটায় রাজউক পূর্বাচল উপশহর এক নম্বর সেক্টর নবান্ন রেস্টুরেন্ট।৪০ জন সাংবাদিকদের উপস্থিতি তে এ কমিটি গঠন করা হয়েছে। ২০১৮সালে থেকে ধীরে ধীরে এই কমিটির কার্যক্রম দ্রুত চলমান চলেছে। প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, বলেন দেশের উন্নয়নে জনগণের স্বার্থে আমরা সর্বদা আছি থাকবো। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান চৌধুরী বলেন খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক কমিটি আমরা দিয়েছি, আমরা জনস্বার্থে উন্নয়ন মূলক কাজ করে জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করব। এবং খিলক্ষেত প্রেসক্লাব কে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। পরবর্তীতে আমরা কমিটির কার্যক্রম দেখে যাচাই-বাছাই পর পূর্ণাঙ্গ কমিটি দিবো।সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম দেওয়ান বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা, খিলক্ষেত প্রেসক্লাবের আমরা যারা সদস্য নেতৃবৃন্দ রয়েছি জনগণের স্বার্থে খিলক্ষেত বাসির স্বার্থে আমরা পাশে থাকবো,ও যেখানে অপরাধ অন্যায় মূল কিছু দেখবেন আমাদের জানাবেন। আমরা অবশ্যই তার কুকীর্তি জনসম্মুখে সংবাদের মাধ্যমে তুলে ধরব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ড: মাহবুব হোসাইন (সৌদি) সহ-সভাপতি আশিকুর রহমান( আশিক) সহ-সভাপতি ওমর ফারুক মিল্লাত,সহ-সভাপতি আবু মুসা হিমেল। সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর। সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন। সহ-সভাপতি (ইঞ্জিনিয়ার) উজ্জ্বল। সহ-সাংগঠনিক শামীম আহমেদ, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন অন্তর, দপ্তর সম্পাদক সোহেল রানা, সহ অন্যান পেশার ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

২৫ই ডিসেম্বর রাজউক পূর্বাচল উপশহর এক নম্বর সেক্টর নবান্ন রেস্টুরেন্টে

এই আয়োজন করা হয়। উপদেষ্টা মন্ডলীয় ও সিনিয়র সংবাদকর্মী নেতৃবৃন্দদের সাথে আলোচনা সাপেক্ষে খিলক্ষেত প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়।খিলক্ষেত প্রেসক্লাব কে শক্তিশালী করতে আমাদের পাশের পরামর্শ সর্বদিক সহযোগিতা পাশে রয়েছেন, উপদেষ্টা মহোদয় অপরাধ বিচিত্রা প্রকাশক সম্পাদক এস এম মোর্শেদ স্যার। দৈনিক বর্তমান কথা প্রকাশক সম্পাদক মোস্তফা স্যার। গাজী টিভি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, দৈনিক সংলাপের সম্পাদক প্রকাশক রুবেল। কবি সাহিত্যিক সম্পাদক আকবর হোসেন। সিনিয়র সাংবাদিক রবিন তাজ, সহ সবায়। বক্তব্যে স্থানীয় সংবাদকর্মী নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সভাপতি স্বাধীন সরকার।ব্যস্ততার কারণে শ্রদ্ধেয় কিছু উপদেষ্টা মন্ডলী উপস্থিত হতে পারেননি। সবার প্রতি রইল আমার ভালোবাসা। উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন আপনাদের চেষ্টায় আমরা শক্তিশালী একটি সংগঠন খিলক্ষেত প্রেসক্লাব উপহার দিতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন