নাছিম হোসেন: সাভারের পাথালিয়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে ঘেঁষে রয়েছে একটি বড় তালগাছ। সম্প্রতি ওই তারে একাধিকবার আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী আতঙ্কিত—তাদের আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
আমি নিজেও দুই-তিনবার নিজ চোখে তারে আগুন ধরে আবার নিভে যেতে দেখেছি। বারবার এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও, স্থানীয় বিদ্যুৎ অফিসের কোনো কার্যকর পদক্ষেপ এখনো পরিলক্ষিত হয়নি।
বিদ্যুতের ওই লাইনের আশেপাশেই রয়েছে বসতবাড়ি, বাজার, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা জনসমাগমস্থল। যদি হঠাৎ বড় ধরনের আগুন ধরে যায়, তবে সেটি কেবল মেইন লাইন নয়—পুরো এলাকা অচল হয়ে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানিও।
স্থানীয়রা বারবার বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানিয়েছে, কিন্তু তাদের অভিযোগ বারবারই উপেক্ষিত হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
কী করা উচিত এখনই?
১. ঝুঁকিপূর্ণ তালগাছটি দ্রুত কেটে বা ছেঁটে ফেলা।
২. বিদ্যুতের মেইন লাইন নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের আওতায় আনা।
৩. বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের তদারকি বাড়ানো।
৪. দীর্ঘমেয়াদে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। একটি অবহেলা হাজারো প্রাণ, সম্পদ ও স্থাপনাকে বিপদের মুখে ফেলতে পারে। তাই সময় থাকতে পদক্ষেপ না নিলে, এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।