নিজস্ব প্রতিবেদক, দুর্নীতি রিপোর্ট ২৪.কমঃ বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির (বিজেইউ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। ৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামান সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ও ঠিকানা নিউজের অনলাইন সম্পাদক শামসুর রহমান শামস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন শামসুর রহমান শামস। সেখানে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ৬৬ জনের নাম ঘোষণা করা হয়।
কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
🔹 সিনিয়র সহ-সভাপতি: মো. শফিকুর রহমান (সত্যকথা প্রতিদিন)
🔹 সিনিয়র যুগ্ম সম্পাদক: মাহবুব আলম চৌধুরী জীবন (দৈনিক সোনালী কণ্ঠ)
🔹 সাংগঠনিক সম্পাদক: অলি উদ্দিন মিলন (দৈনিক সোনালী কণ্ঠ)
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার ও প্রকাশনা, ক্রীড়া ও সাংস্কৃতিক, মানবাধিকার, আইন, তথ্যপ্রযুক্তি, সাংবাদিক কল্যাণ ও প্রশিক্ষণসহ প্রায় সকল সম্পাদকীয় পদে সাংবাদিক, লেখক ও গণমাধ্যমকর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়।
একমাত্র লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটি ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।