শাহীন ঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর উত্তরায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
বক্তব্যে তিনি বলেন,
“শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার একটাই পরিচয়— আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন,যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ,যুগ্ম আহ্বায়ক এস আই টুটুল,যুগ্ম আহ্বায়ক আমিনুল হক,উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অপু সিকদার ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।