বিশেষ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন র্যাব-১ এর অধিনায়ক।
জাতীয় এলিট ফোর্স হিসেবে র্যাব শুরু থেকেই বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। অপরাধ দমন ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে র্যাব জনসাধারণের আস্থা অর্জন করেছে।
এই বছর দুর্গাপূজা উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে র্যাব-১ এর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে চিহ্নিত গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোল, ধারাবাহিক চেকপোস্ট, এবং গোয়েন্দা নজরদারি চালু রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং সাইবার অপরাধ প্রতিরোধে র্যাব-১ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাদা পোশাকে র্যাব সদস্যরাও বিভিন্ন পূজামণ্ডপে সতর্ক নজরদারি করছেন।
র্যাব-১ এর অধিনায়ক জানান, সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।
র্যাব-১ কর্তৃক এই নিরাপত্তা কার্যক্রম দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।