গাজীপুর প্রতিনিধিঃ আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়—সে লক্ষ্যে র্যাব-১ এর সদস্যরা শহর ও গ্রামীণ এলাকা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দুর্গাপূজাকে কেন্দ্র করে গাজীপুরে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য আমরা অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। পূজামণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, রাখা হয়েছে মহিলা র্যাব সদস্য এবং বোমা ডিসপোজাল ইউনিট।”
এছাড়াও সাদা পোশাকে র্যাব সদস্যদের নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুইক রেসপন্স টিম এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় নেয়া হয়েছে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা।
তিনি আরও জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১ সর্বদা প্রস্তুত রয়েছে।”
গাজীপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরাও র্যাবের এই নিরাপত্তা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
র্যাবের এমন সজাগ ভূমিকা দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।