রিপোর্ট: দুর্নীতির রিপোর্ট ২৪.কমঃ মাগুরা থ্যালাসেমিয়া কমিটির আয়োজনে আছিয়া মেমোরিয়াল রেড ক্রিসেন্ট সোসাইটিতে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মাগুরার ৩২ জন থ্যালাসেমিয়া রোগীর অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকাশ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন শান্ত। তারা থ্যালাসেমিয়া রোগ বিষয়ে মাগুরা জেলাজুড়ে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন।
আলোচনায় জানানো হয়, মাগুরায় এখন পর্যন্ত কোনো হেমাটোলজিস্ট (রক্তরোগ বিশেষজ্ঞ) নেই, যার ফলে রোগীদের নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে জেলা বা দেশের বাইরে গিয়ে। এতে রোগীদের পরিবারকে অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপে পড়তে হচ্ছে।
রোগীর অভিভাবকেরা জানান, থ্যালাসেমিয়া একটি ব্যয়বহুল রোগ, এবং এটি প্রতিরোধযোগ্য। তাই এ বিষয়ে সরকার এবং সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন। তারা চান, মাগুরাতে একটি পূর্ণাঙ্গ থ্যালাসেমিয়া চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হোক এবং সরকারিভাবে রোগীদের জন্য নিয়মিত সহায়তা নিশ্চিত করা হোক। সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল হোসেন শান্ত বলেন,
> “আমরা চাই, আগামী দিনে মাগুরায় আর কোনো থ্যালাসেমিয়া রোগী জন্ম না নেয়। একমাত্র সচেতনতা এবং সময়মতো পরীক্ষা ও প্রতিরোধই পারে এই রোগ রোধ করতে। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা এখন সবচেয়ে জরুরি।”
মিটিং শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তী মাসিক সভায় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে সমন্বয় করে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে।