October 22, 2024, 3:38 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

মুন্না’র শুভ জন্মদিনে দুর্নীতি রিপোর্ট ২৪.কম পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন

দেশপত্র পরিবারের অন্যতম সদস্য, সিটি এডিটর পারভেজ মুন্নার শুভ জন্মদিনে আমাদের একগুচ্ছ ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন। জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করে আসা মানুষটি আগামি দিনগুলোেতে তার মেধা মননের সবকিছু দেশ ও জাতির জন্য অকৃপণভাবে দান করবেন এটাই কাম্য। জানি, বিগত সময়ে যতটুকু মেধা, বুদ্ধি, শ্রম, ঘাম ঝরিয়েছেন শুধু সততা আর দায়িত্বশীলতার ভাবনায় নিজ পরিবারের জন্য তার সুফলতা বরাদ্দ করতে পারেননি। তিনি আজও তার কাজের স্বীকৃতির পরিবর্তে নিজেরই প্রিয় মানুষজনের প্রতিষ্ঠার কথা ভাবেন। পারভেজ মুন্না সাভারে অবস্থানগত কারণেই সেখানকার প্রতিষ্ঠিত সাভার প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য বটে। সেখানেও নেতৃত্ব গ্রহণের কৌশলকে ঝেঁটিয়ে বিদায় করে তিনি সাভার প্রেসক্লাবের মূল প্রতিষ্ঠাতা হিসেবে দেশপত্র’র প্রধান সম্পাদক সাঈদুর রহমান রিমনের স্বীকৃতি নিশ্চিত করার মধ্যেই শান্তনা খুঁজে ফেরেন। প্রায় দেড় যুগের মেধা ও পরিশ্রমে তিনি সাংবাদিকতাকে যা কিছু দিয়েছেন এর বিপরীতে কষ্ট যন্ত্রণাই পেয়েছেন বেশি। তবু আজও মুন্না স্বপ্ন দেখে নীতি নৈতিকতার প্রশ্নে আপোসহীন এক মডেল সাংবাদিকতা প্রতিষ্ঠার। আজও ভাল কিছুর যোগসূত্র ঘটিয়ে সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করার প্রবল ইচ্ছা নিয়েই ক্লান্তিহীন ছোটাছুটি চলে তার। সদা হাসি আনন্দ উচ্ছ্বাসের চিরসবুজ মানুষটির জন্য আজ সন্ধ্যায় দেশপত্র পরিবার অন্যরকম এক আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করতে চায়…সেখানে সকল সদস্যের আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত থাকছে!!!
পারভেজ মুন্নার এই জীবন ক্ষণে দেশপত্র পরিবার তাকে পূর্ণকালীন সাংবাদিকতায় অংশগ্রহণের উদাত্ত আহবান জানাচ্ছে। যেখানটায় তিনি যৌবণের গুরুত্ববহ সময় দিয়েছেন, মেধা ঢেলেছেন, শ্রম প্রদানেও ক্লান্তিহীন ছিলেন, সেখানেই তার জীবনের সফলতা আসুক-এ পরিবারের সব সদস্যের এটাই কাম্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন