December 23, 2024, 11:44 pm
আব্দুল্লাহ আল কওছারঃ খুলনা কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আবদুল মজিদ। ২০ অক্টোবর (রবিবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আবদুল মজিদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,যুবদল নেতা হুরায়রা বাদশা, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু, শেখ কওছার আলম, এস এম নুরুল আমিন নাহিন, জিএম নজরুল ইসলাম, শহিদুল্যাহ শাহিন, সাইদুল ইসলাম, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও অনলাইন এবং আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।