December 23, 2024, 8:56 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‍্যালি, মতবিনিময় ও পুরস্কার বিতরণী

আবু সাইদঃ খুলনার পাইকগাছায় দুর্নীতি বিরোধী র‍্যালি, মতবিনিময় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এসকল কর্মসূচির শুরু তেই উপজেলা পরিষদ মিলনায়তন থেকে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনা বিষয়ক র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিচারক মন্ডলী ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অবপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, হরিচাঁদ মন্ডল, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল, মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম, সুমন কুমার শীল।

এসময় সুধীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগীতায় লক্ষ্মী খোলা কলেজিয়েটকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তামান্না আকতার।

অপরদিকে, রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কপিলমুনি মেহরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইয়াসমিন তিথী, দ্বিতীয় সহচরী বিদ্যামন্দিরের মোঃ জাহিন জোয়াদ্দার ও তৃতীয় হয়েছেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এম সাজিদুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন