December 23, 2024, 7:18 am
তামান্না আক্তারঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, BUP, ndc, nswc, afwc, psc) গত ১০ অক্টোবর ২০২৪ তারিখে ইর্শ্বাল কলোনী পূজামণ্ডপ ও কাওলা মন্দির এবং ১১ অক্টোবর ২০২৪ তারিখে তেজগাঁও মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, দুর্গোৎসব এর মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুক থাকুক। এছাড়া, তিনি এই উৎসব শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (অর্থ), অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।