October 22, 2024, 1:19 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

গোমস্তাপুরে শিমের বাম্পার ফলন দামেও খুশি কৃষকরা।

সেহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন প্রকারের সবজি চাষের পাশা পাশি দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় এবছর শিমের চাষ বেড়েছে শিম চাষে সার কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হওয়ায় লাভ অধিক।

একারনে এলাকার অনেক চাষী শিম চাষে এগিয়ে আসছে আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে,উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা বিভিন্ন সবজি শিম চাষ করত এখন কৃষকরাই বাণিজ্যিক ভাবে নাইলন সুতা,জিআই তার এবং বাঁশের খুটির ঝাংলা মাচায় চাষ করছেন করলা, লাউ,পটলের পাশা পাশি শিম চাষ করছেন।

চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গাঁয়ে দাগ ধরে ও পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয় অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল বাজারেও দাম কম

উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাঠে আক্তারুল জামান সিহাব কে শিমের ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়।

শিমের গাছের লতা ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে ডগার গোড়ায় ছোট ছোট শিমও ধরেছে কৃষকরা বলেন,এই ঝাংলায় প্রথমে করলা চাষ করে ছিলাম করলার শেষের দিকে শিম চাষ করেছি ফুলও ধরেছে তিনি আরো বলেন,শিমের দাম এখন ভালো কিছু দিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে লাভ হবে এমন আশা তার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন