December 22, 2024, 5:53 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

বরেণ্য সাংবাদিক আবদুর রহমান নেপালে “সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৪” এ ভূষিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বরেণ্য সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আবদুর রহমান নেপালের কাঠমুন্ডুতে “সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন।গত ২৪ নভেম্বর ২০২৪ নেপালের কাঠমুন্ডু কেএমসি অডিটোরিয়ামে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান ও প্রয়াত সাংবাদিক, চলচ্চিত্রকার ফজলুল হক এর ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং।সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ভারতের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ড. নটরাজ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বাল কৃষ্ম বাসনেট,ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব নেপাল এর প্রেসিডেন্ট মোহন ওঝা,নেপালের কেএমসি গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর আরিয়াল এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রফার,এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, ভারত ও সার্কভুক্ত দেশগুলোর বরেন্য ব্যক্তিত্বদের সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। বরেণ্য সাংবাদিক আবদুর রহমান এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে সংগঠন এর নির্বাহী সভাপতি সালাম মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান ঢাকার মতিঝিল আলী ভবনে মিডিয়া ব্যক্তিত্ব আবদুর রহমান এর হাতে তার সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় তাকে অনুষ্ঠানের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং সনদপত্র হস্তান্তর করা হয়।অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে জনাব আবদুর রহমান সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন এর ভূয়সী প্রশংসা করে বলেন অনেক ক্ষেত্রে গুনীজনের মৃত্যুর পরে মরণোত্তর অ্যাওয়ার্ড দেয়া হয় কিন্তু সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন জীবদ্দশায় গুনীজনদের পুরস্কৃত করছে এটা সত্যিই প্রশংসাযোগ্য।সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন ভারত, নেপালসহ সার্কভুক্ত দেশসমুহে অনুষ্ঠান আয়োজন করছে এজন্য তাদের ধন্যবাদ জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন