October 26, 2024, 8:25 am

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

গোমস্তাপুরে শিমের বাম্পার ফলন দামেও খুশি কৃষকরা।

সেহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন প্রকারের সবজি চাষের পাশা পাশি দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় এবছর শিমের চাষ বেড়েছে শিম চাষে সার কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হওয়ায় লাভ অধিক।

একারনে এলাকার অনেক চাষী শিম চাষে এগিয়ে আসছে আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে,উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা বিভিন্ন সবজি শিম চাষ করত এখন কৃষকরাই বাণিজ্যিক ভাবে নাইলন সুতা,জিআই তার এবং বাঁশের খুটির ঝাংলা মাচায় চাষ করছেন করলা, লাউ,পটলের পাশা পাশি শিম চাষ করছেন।

চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গাঁয়ে দাগ ধরে ও পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয় অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল বাজারেও দাম কম

উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাঠে আক্তারুল জামান সিহাব কে শিমের ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়।

শিমের গাছের লতা ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে ডগার গোড়ায় ছোট ছোট শিমও ধরেছে কৃষকরা বলেন,এই ঝাংলায় প্রথমে করলা চাষ করে ছিলাম করলার শেষের দিকে শিম চাষ করেছি ফুলও ধরেছে তিনি আরো বলেন,শিমের দাম এখন ভালো কিছু দিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে লাভ হবে এমন আশা তার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন