December 22, 2024, 5:22 pm
মোঃ হারুন শেখঃ ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।খুলনা সোনাডাঙ্গাস্হ নবপল্লী কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড, মোঃ মোমিনুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স,ম,হাফিজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল কাইউম জমাদ্দার,সনোয়ার রহমান বাশার,ড, জাকারিয়া জাকির। শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আলহাজ মোঃ শাহজাহান জমাদ্দার,সৈয়দ আলী হাকিম,আসাদুজ্জামান লিটন,এ্যাড,লুবনা আক্তার,শেখ আবু আসলাম বাবু,মিনা সাইফুর রহমান,খোকন মাতুব্বার, ও কে এম নইমুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এ্যাড,মেহেদী হাসান।