December 23, 2024, 8:34 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

সুবিধা বঞ্চিত মানুষের পাশে শহীদ লে. কর্ণেল আজাদের পরিবার 

নিজস্ব প্রতিবেদকঃ দেশের কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে না। এরপরও অনুভূত হচ্ছে বেজায় শীত। বইছে শীতল সমীরণ। যা হাড় কাঁপিয়ে যাচ্ছে। বইছে হালকা বাতাস। এমন শীতের রাতেই ১২ বছরের ছেলে জারিফ, ১১বছরের মেয়ে জারা ও ৮ বছরের ছোট ছেলে জাবিরকে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন মা। কি তাদের পরিচয় কেউ তখনও জানেন না। তবে সাথে র‍্যাবের কটি পরিহিত দুইজনকে দেখে মানুষ বুঝতে পারেছেন কোন সরকারি কর্মকর্তার পরিবার অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।

দেখা যায়, র‍্যাবের কটি পড়া দুইজন ব্যক্তির সহযোগিতায় একজন ভদ্র নারী সাথে ছোট দু’টি ছেলে ও একটি ছোট মেয়েকে নিয়ে কনকনে শীতের রাতে খুঁজে খুঁজে শীত বস্ত্র বিতরণ করছেন। ভীড় জমে যায় অসহায় পথশিশু ও বাস্তহারা নারী-পুরুষের। সবাইকে দেয়া হয় শীত বস্ত্র কম্বল আর শীতের পোষাক।

বৃহস্পতিবার (০৪জানুয়ারি) রাতে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন প্রয়াত ও র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান শহীদ লে. কর্ণেল আবুল কালাম আজাদের পরিবার।

এসময়, বিমানবন্দর রেল স্টেশন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। মুহুর্তের মধ্যেই প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত মানুষের ভীড় জমে যায়। সবার মাঝেই বিতরণ করা হয় শীত বস্ত্র।

ব্যক্তিগত অর্থায়নে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে সিলেটের আতিয়া মহলের জঙ্গী হামলায় নিহত র‍্যাবের প্রয়াত ও সাবেক গোয়েন্দা প্রধান শহীদ লে. কর্ণেল আবুল কালাম আজাদের সহধর্মিণী সুরাইয়া সুলতানা বলেন, ‘মানুষ মানুষের জন্য’। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করা ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা বোধ থেকেই এ কাজ করি।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো আমার বাবার থেকে শিখেছি। দীর্ঘ পাঁচ বছর ধরে এভাবে সহায়তা দিয়ে আসছি। যত দিন বেঁচে থাকবো সমাজের অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। আমাদের মত মানুষ যদি এদের পাশে না দাড়ায় কোথায়, কার কাছে গিয়ে সাহায্য পাবেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন