October 22, 2024, 8:50 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জাঁকজমক ভাবে পালিত।

টাঙ্গাইল প্রতিনিধিঃ ৬ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় কালিহাতী কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দির থেকে, একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভা যাত্রাটি উদ্বোধন করেন টাঙ্গাইল চার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। কালি হাতি পৌর মেয়র নুরুন্নবী সরকার, মোজাহারুল ইসলাম তালুকদার সভাপতি কালিহাতি উপজেলা আওয়ামীলীগ। আনোয়ার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আবু নাসের আওয়ামী লীগ নেতা। কেন্দ্রীয় জয় কালী মন্দিরের সভাপতি সুদীপ্ত দত্ত মানু। সাধারণ সম্পাদক মানিক সাহা চৌধুরী।

সুশান্ত ঘোষ সাংগঠনিক সম্পাদক, সাধন সাহা চৌধুরী, সহসভাপতি। কেন্দ্রীয় জয় কালী মন্দিরের পুরোহিত মধুসূদন ভট্টাচার্য।( মিহির) শোভাযাত্রায় আরো অংশগ্রহণ করেন পাগল রামগোপাল আশ্রম এর ভক্তবৃন্দ,ছোট নিচিন্ত পুর ইসকন মন্দিরের ভক্তবৃন্দ ও প্রভুরা, রতনগঞ্জ বাজার মদনমোহন মন্দির এর ভক্তবৃন্দ, বল্লা মদনমোহন আঙ্গিনার ভক্ত বৃন্দ, কালহা ঋষিপাড়া মন্দিরের ভক্তবৃন্দ, পাই করা দূর্গা মন্দিরের ভক্তবৃন্দ, ঘোনাবাড়ি ৫৬ প্রহর আঙ্গিনার ভক্তবৃন্দ, বল্লা পশ্চিমপাড়া দূর্গা মন্দিরের ভক্তবৃন্দ, নয়াপাড়া কুমিরা বাড়ির ভক্তবৃন্দ,, ঢুল শিমুল কালী মন্দিরের ভক্তবৃন্দ, নাগবাড়ি রাজবংশী পাড়ার ভক্তবৃন্দ, রেলিতে আরো অংশগ্রহণ করেন, জাতীয় হিন্দু মহাজোটের কালিহাতি উপজেলা শাখার নেতৃবৃন্দ।

র‍্যালিটি কালিহাতীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জয় কালী মন্দির এসে সমাপ্তি ঘটে। এ সময় হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সারাদিনব্যাপী ভক্তিমূলক গান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক গান পরিবেশন করেন নিমাই রাজবংশী ও তার দল। জয়দেব কর্মকার ও তার দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন