December 23, 2024, 5:03 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, মালিক পলাতক।

মনির হোসেন জীবন ঃ রাজধানীর উত্তরার কোটবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় এক হাতির মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে হাতির মালিক পলাতক রয়েছেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচেছ না।

আজ বুূধবার দুপুর পৌনে ২ টার দিকে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

আজ রাত সাড়ে ৮ টায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মো.আকবর আলী এ খবর নিশ্চিত করেছেন।

এসআই মো.আকবর আলী জানান, বুধবার দুপুর পৌনে ২ টার দিকে উত্তরা পূর্ব থানার কোটবাড়ি এলাকার ঢাকা- ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের রেললাইনের পশ্চিম সাইডে পাশ দিয়ে এক সঙ্গে দু’টি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাহুত) । এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি সজোরে ধাক্কা খায়। এতে করে হাতিটির শরীরে ও পায়ে গুরুতর জখম ও আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়।

তিনি জানান, এ সময় অন্য অক্ষত একটি হাতিসহ হাতির মালিক (মাহুত) কৌশলে পালিয়ে যায়। পরে ঢাকা রেলওয়ে পুলিশ খবর পেয়ে দ্রুগ ঘটনাস্হলে পৌছে রেল বিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে রেলপথে দুই লাইনের মাঝখানে রেখে দেয়।

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, শুনেছি হাতির মালিকের বাড়ি সিলেটে। বর্তমানে মাহুত গাজীপুরের মীরের বাজারে বসবাস করে আসছিল। নিহত হাতিটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে, হাতিটির মালিকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। রাত পৌনে ৯ টায় এ এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত হাতিটি ঘটনাস্হলের পাশে পড়া ছিল। ঘটনার পর থেকে রেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানান বিমানবন্দর রেলওয়ে ফারির ইনচার্জ এসআই আলী আকবর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন