December 22, 2024, 11:04 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

রাজধানীতে শিশু কিশোর ও নারী উন্নয়ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনির হোসেন জীবন : জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সুগন্ধা হলরুমে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক মো:মজিবর রহমান এই প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন।

কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম, কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড. ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।

প্রকল্প পরিচালক মজিবর রহমান বলেন, বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে মিডিয়া কর্মীদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি সোসাল মিডিয়াতে ও গুরুত্ব রাখতে হবে, এ নিয়ে ভাবতে হবে এবং শিশুদেরকে অনুপ্রাণিত করতে হবে।

মজিবর রহমান নারীর সক্ষমতায় বিষয় উল্লেখ করে বলেন, শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেত করতে কাজ করে যাচেছ ইউনিসেফ। শিশুদের আচার আচরণে জনমানুষের প্রতিফলন ও হয়। এফএম রেডিও ও কমিউনিটি রেডিও এ বিষয় নিয়ে কাজ করছে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল গুলোও দায়বদ্ধতা আছে। তবে, আমাদের আজকের প্রশিক্ষণটা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অধিকার বঞ্চিতের ফলে জাতির ভবিষতের অন্ধকার। প্রশিক্ষণ মানুষকে সমৃদ্ধ করে।

তিনি আরো বলেন, আমাদের দেশের নারীরা আজ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী উৎপাদন করছে। পরবর্তীতে তারা সেগুলো বিক্রি করে অনেকেই সংসার চালাচেছ। আমি আমার অধিকার নিয়ে কাজ করতে পাচ্ছি । নারীরা লাঞ্ছিত হয় এবং অধিকার বঞ্চিত হয়।

কর্মশালা ও সনদবিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন

একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম,কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড, ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।

এসময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারী, বেসরকারি সংস্হার প্রতিনিধিসহ ২০ জন প্রশিক্ষণার্থীরা উপস্হিত ছিলেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রশিক্ষণ সনদ ২০২৪ বিতরণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন