October 25, 2024, 12:21 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

যে রঙ আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ করে!

ডেস্ক নিউজ- রঙ নাকি মানুষের মনের কথা বলে দিতে পারে। একজন মানুষ যে রঙ পছন্দ করে তা নাকি তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। মনোবিদরা এমনটিই বলছেন যে, মানুষের ব্যক্তিত্বের বিশেষ কয়েকটি দিক নাকি খুব সহজেই অনুধাবন করা যায় তার পছন্দের রঙ দিয়ে।
সাধারণত পছন্দের রঙ বলতে রংধনুর সাত রঙের কথাই মনে আসে। কিন্তু এই সাত রঙের বাইরেও রয়েছে আরও নানা রঙ। আসুন, সেগুলি দিয়েই শুরু করা যাক মানুষের ব্যক্তিত্বের বিশ্লেষণ-
বেগনি: আপনি একজন পারফেকশনিস্ট। যে কোনও কাজ নিখুঁত ভাবে করাটাই আপনার ব্যক্তিত্বের মাপকাঠি। অত্যন্ত আবেগপ্রবণও।
নীল: এরা রক্ষণশীল। নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে বাঁচেন এরা। অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শ কখনওই বদলান না এরা।
আকাশী: আপনি অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল। যে কারণে খুব সহজেই মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে।
সবুজ: খুব অল্পেতেই খুশি হন এরা। নিজের কাজের সামান্যতম স্বীকৃতি পেলেই আনন্দ পান।
হলুদ: যুক্তিই আপনাকে বর্ণনা করে। দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয়েই আপনি যুক্তি খুঁজে বেড়ান।
কমলা: এরা অত্যধিক সামাজিক হন। মানুষের সঙ্গে মিশতে যেমন পছন্দ করেন এরা, তেমনই সকলে এদের খুব সহজেই গ্রহণ করে নেয়।
লাল: লাল রঙ পছন্দ করেন যারা, তারা অত্যন্ত বহির্মুখী হন। তাদের জীবন হয় ‘অ্যাকশন ওরিয়েন্টেড’। অর্থাৎ, এরা খুবই কর্মতৎপর ও আত্মবিশ্বাসী।
রংধনুর সাতটি রঙ একত্র হলে তা কালো রঙে পরিণত হয়। আর যখন কোনও রঙ দেখা যায় না, তখন তা সাদা দেখায়। এবার দেখে নেওয়া যাক, এই দুই রঙ যারা পছন্দ করেন তারা কেমন:
সাদা: এরা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। খুবই খোলা মনের মানুষ হন। তাই সামান্যতম খুঁত দেখলেই বিরক্ত হন।
কালো: এরা এতটাই আত্মবিশ্বাসী যে, সহজে কেউ এদের নাগাল পায় না। এরা অত্যন্ত শৃঙ্খলা-পরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন