December 23, 2024, 7:48 pm
নিজস্ব প্রতিবেদক:আব্দুল সোবাহানের চোখেমুখে ক্লান্তি আর খুশির ছাপ স্পষ্ট। হবেই বা না কেন, পৃথিবীর সমস্ত সুখ শান্তির দিন যে আজ তার৷ এখন থেকে প্রায় ১৩ বছর আগে তার ছেলে ফকির আলী(২৫) হারিয়ে যান। ছেলেকে না পেয়ে অনেক নির্ঘুম রাত কেটেছে আব্দুল সোবাহানের। অপেক্ষার প্রহরও গুণেছে অনেক। তবে সেইসব অপেক্ষার প্রহর শেষ হয়েছে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে হারিয়ে যাওয়া ফকির আলীকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে তার বাবার হাতে ফিরিয়ে দিয়েছেন এসআই হাফিজুর রহমান।
পুলিশ বলছে, গত ২৩ মে কর্তব্যরত এসআই হাফিজুর রহমানকে ফকির আলীর হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত করেন তার বাবা আব্দুল সোবাহান এবং PARI Foundation এর মো. আনোয়ার। বিষয়টি নিয়ে এদিনই মাঠে নামে পুলিশ। আশেপাশের মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করে বাবা আব্দুল সোবাহানের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিষয়টি অবগত করে ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডায়েরি করা হয়।