October 23, 2024, 10:29 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

মুসল্লীগণ ঢাকার পথে, ইজতেমার মাঠ কি প্রস্তুত ?

সারাদেশ প্রতিনিধি ॥

কহর দরীয়া খ্যাত তুরাগ তীরে ৫১তম বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতি মধ্যে সারাদেশ থেকে তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিগন জমায়েত হতে শুরু করেছে ইজতেমার ময়দানে।বিভিন্ন দেশ থেকে আগত বিদেশী মেহমানগণ আসতে শুরু করেছেন। দীর্ঘ দুই মাস যাবৎ সম্পূর্ণ সেচ্ছা শ্রমের মাধ্যমে বিভিন্ন জেলার মুসল্লিগন অক্লান্ত প্ররিশ্রম করে মাঠের সামিয়ানা টাঙ্গানোসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছেন।

আইন শৃংখলা বাহীনির সদস্যগণ সার্বিক নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছেন। যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এরাতে সার্বক্ষনিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহীনি। অসুস্থ মুসল্লিদের চিকিৎসা দিতে দশটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যগন প্রস্তুুত রয়েছেন। মুসল্লিদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান। পানি ও প: নিস্কাশনের কাজের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান সিটি কর্পোরেশনের মাধ্যমে পানি বিদুৎ ও প: নিস্কাশনসহ ইজতেমার মাঠ পরিচর্যার যাবতীয় কাজ ইতি মধ্যেই শত ভাগ শেষ হয়েছে। আগামী ১০ই জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১২ই জানুয়ারি আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এর পর চার দিন বিরতি দিয়ে ১৭ই জানুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব। গত বছরের ন্যায় এ বছরও মাওলানা জুবায়ের পন্থী ও মাওলানা সাদ প্রন্থীদের মতানৈক্যের কারণে ২পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ১৭ই জানুয়ারি সাদ পন্থীদের ব্যাবস্থাপনায় ২য় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

তবে দিল্লির মাওলানা সাদ এ বছর ইজতেমায় যোগ দিচ্ছেননা বলে জানিয়েছেন জুবায়ের পন্থী তাবলীগ জামাতের মুরুব্বি কাজী সাহাবুদ্দিন। উভয় পক্ষের মধ্যে কোন ধরনের উত্তেজনা বা বিশৃংখলার আলামত দেখছেননা আইনশৃংখালা বাহিনী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন