October 22, 2024, 11:46 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

শিকারি তোতাপাখিদের কবলে মন্ত্রীরা

Image result for রেলমন্ত্রী সুজন

সম্পাদকীয় – জানা মতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন একজন সৎ এবং এলাকায় দলমত নির্বিশেষে শুদ্ধ এবং সরল রাজনৈতিক ব্যক্তিত্ব । কথা ভালো বোঝেন কিন্তু গুছিয়ে বলতে পারেন না । কারণ তিনি চাপাবাজ নন । তিনি দল কানা নন বিধায় অনেক জায়গার অব্যবস্থাপনায় ভোট হলেও তার নির্বাচনী এলাকায় অনেকটা বেটার ভোট হয়েছে । তিনি জিতেছেন বেশ ভোটে । কিন্তু তার নিকটতম প্রার্থী পেয়েছেন প্রায় ২৫০০০০ ভোটের মধ্যে লক্ষাধিক ।


এইগুলো আমাদের আলোচনার বিষয় নয় । আমাদের আলোচনায় আনতে হবে সিলেটে রেল্লাইনে বাশ বেধে রেল সড়ক মেরামতের বিষয়টি গত টার্মে মন্ত্রীর জানা থাকলেও নতুন মন্ত্রী হিসেবে তার জানার কথা নয় । যারা তাকে এই সকল উলট-পালট কথা শিখিয়ে দিচ্ছে বলতে ; তারা তা সুকৌশলে তাকে বিতর্কিত করে সড়িয়ে দিতে চাইছে । কারণ জানা গ্রছে তিনি নিয়োগ বা রেলের টেন্ডার বানিজ্যের ক্ষেত্রে নতি স্বীকার করবেন না বলে জানিয়েছেন । ফলে রেলের একশ্রেনীর দূর্ণীতিবাজরা তাকে বেকায়দায় ফেলবে তা আর বলার অবকাশ রাখে না ।

রেলমন্ত্রীর উচিত হবে প্রজ্ঞাবান সেক্রেটারী ( পি-এস ) নিয়ে কাজ করা । যে মহাব্যবস্থাপক বা মহাপ্রকৌশলীর ফোকরের অবস্থান জানবেন । চাইলেই যা খুশি তাই বলাতে পারবেন না । কারণ এমন জনগুরুত্বপূর্ন মন্ত্রনালয়ে তার সততার সাথে বলিষ্ঠতাও প্রয়োজন । ফলে তাকে অবশ্যই যারা ব্যক্তিস্বার্থে ফাসিয়ে দিতে পারে বা বিপদে ফেলতে পারে এমনদের সরিয়ে দেওয়া বা এড়িয়ে চলাই শ্রেয় । কারণ রেলে যাত্রী বেশী হলে ব্রীজ ভেঙ্গে পরে বা বাশ দিয়ে স্লিপার বেধে ট্রেন চলছে তার দায়তো নেবে প্রকৌশলী এবং মেনেজম্যান্ট । মন্ত্রী তো সবে কয়েকমাস ধরে দ্বায়িত্ব পেয়েছেন । তিনি তো হয়ত এমন খোজ এখনো পাননি , তাই এই সকল শিশু সুলভ বুলি যে তোতাপাখিরা মন্ত্রীর মুখে তুলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থায় আরো কঠোর হতে হবে তাকে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন