October 24, 2024, 4:25 am

সংবাদ শিরোনাম :
৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার

বিমানে নতুন যুক্ত হচ্ছে, অত্যাধুনিক ড্রীমলাইনার 787-9 এয়ারক্রাফ্‌ট

সংবাদদাতা – সাম্প্রতি বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দুইটি এয়ারক্রাফ্‌ট ড্রীমলাইনার 787-9 । যার একটি পরিপত্র জারি হয়েছে বিমানের অভ্যন্তরীন বিভাগগুলোতে । মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দোগ ও সরকারের প্রচেষ্ঠায় চলছে বিমানের খোলস পরিবর্তনের বিপ্লব ।

সূত্র মতে, ২০১৯ ইং এর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্ত হতে যাচ্ছে এয়ারক্রাফ্‌ট দুইটি । যার নানাবিধ বিভাগীয় কার্যাবলী দ্রুত এগিয়ে চলছে বলে জানা যায় । এদিকে Seattle to Dhaka এয়ার রুট পার্মিশনের জন্য বলা হয়েছে ।

যদিও ইতিপূর্বে ৪টি নতুন এয়ারক্রাফ্‌ট এসে যুক্ত হয়েছে গত কয়েকবছর পূর্বেই । যা ছিল মূলত ৭৮৭৮-৮ জেনারেশনের । বর্তমানে যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফ্‌ট ২টি তার আপারভার্শন বলে জানা গেছে । এতে থাকছে তিনশতাধিক যাত্রীবহনের ক্ষমতা , যার উড্ডয়ন ক্ষমতা দীর্ঘ্য , ইন্টারনেট এবং ফোন কলের সুবিধা ও বিনোদনের জন্য থাকবে মনিটর । যাতে শতাধিক চ্যানেল দেখতে পাবেন যাত্রীরা । এছাড়াও থাকছে অন্যান্য সুবিধাদি ।

আরোও জানা যায় সরকার এই সেক্টরটিকে লাভজনক করতে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন