December 23, 2024, 8:17 am
তাছলিমা তমাঃ বাংলাদেশের বহুআলোচিত বাউল শিল্পিগোষ্ঠীর সংগঠন হযরত শাহ কোবির (রঃ)বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে হযরত শাহ কোবির (রঃ) বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র -শিক্ষক কেন্দ্র (টিএসসি) তে সমন্বয়কদের তত্ত্বাবধানে বন্যা বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়।
ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন, বিস্কিট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
ত্রাণ বিতরণের সময় হযরত শাহ (রঃ) বাংলাদেশ বাউল সমিতির পক্ষে উপস্থিত ছিলেন বাউল *পাগল মনির* তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে হযরত শাহ (রঃ) বাংলাদেশ বাউল সমিতি বরাবরের মতো এবারো বন্যার্তদের ত্রাণ ও সহায়তা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হযরত শাহ (রঃ) বাংলাদেশ বাউল সমিতি এগিয়ে এসেছে। বন্যাকবলিতদের মাঝে জরুরি ত্রাণসহায়তা প্রদানের জন্য সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।