December 23, 2024, 11:42 am
নিজস্ব প্রতিবেদকঃ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া সিএসই বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৩ (মঙ্গলবার) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শারমিনা জামানের সার্বিক তত্বাবধানে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে সিএসই বিভাগের প্রভাষক শ্রেষ্ঠা মিত্র উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা এ সময় হাই-টেক সিটি পরিদর্শন করেন। পরিদর্শনে সহায়তা করেন বঙ্গবন্ধু হাই-টেক সিটি-এর ইনচার্জ অফিসার মো: হাসান ইবনে শাহী।
তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহারিক পড়াশোনায় উদ্বুদ্ধ করার অংশ হিসেবে ৩৫৫ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত দেশের সব চেয়ে বড় এই হাইটেক সিটিতে সিএসই বিভাগের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশেন ও পরিদর্শনের আয়োজন করা হয়।