October 23, 2024, 2:21 am

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

পাসপোর্ট এর দালালদের অপশক্তির সিন্ডিকেট হাসান কম্পিউটার!  

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় অবস্থিত পাসপোর্ট অফিসের নিকটবর্তী এলাকায় চালু রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। যারা অনলাইনে ই পাসপোর্ট পূরণের নামে অবৈধ পন্থায় নিত্য নৈমিত্তিক দালালি করেই চলেছে। এদের মধ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট হল হাসান কম্পিউটার ।যার কিনা বহুমাত্রিক নাম ডাক আছে বলেও জানা গেছে ।

উত্তরার ১২ নম্বর সেক্টরে কোরবান আলী মার্কেটে অবস্থিত হাসান কম্পিউটার। প্রভাবশালী বিভিন্ন মহল সহ শক্তিধর হলুদ সাংবাদিক(বড় ভাই) দের ছত্রছায়ায় মহা দাপটিয় প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরীর রাজত্বের বেপরোয়া মহোৎসব গড়ে নিয়েছে এই হাসান কম্পিউটার । একটি ফোন করা মাত্রই সেই অপশক্তিদের উপস্থিতির মাধ্যমে সাংবাদিকদের কাজে বিঘ্নতা সৃষ্টি এবং নাজেহাল করতেও দেখা গেছে বলে জানা যায় বিভিন্ন সূত্রে।

তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকগণ এই হাসান কম্পিউটারের কার্যক্রম পরিদর্শন করতে গেলে সরাসরি হাসান কম্পিউটারের হাসান অপমানের সুরে ও ব্যস্ততার ছলে সাংবাদিকদের বাইরে গিয়ে দাঁড়াতে বা বসতে বলে থাকেন। তাছাড়াও এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে সিআইডি ও গোয়েন্দাদের গাল গল্প শুনিয়ে হুঁমকি প্রদানে নৈপুূর্ণতাও প্রদর্শন করে থাকেন বলেই গোপন সূত্রে জানা গেছে। এ বিষয়ে পাসপোর্ট অফিসে কথা বলতে চাইলে কেউই মুখ খুলতে চায় না। ব্যস্ততার ছলে সাংবাদিকদের এড়িয়ে চলাতেই যেন তাদের চোখে মুখে দুর্নীতি মাখা বিজয় চিত্রের নিদর্শন ঘটে থাকে!

খবর নিয়ে জানা গেছে, এই হাসান কম্পিউটারের অবৈধ পন্থায় পাসপোর্ট তৈরির বেপরোয়া দালালি কোন অবস্থাতেই দমন করা যাচ্ছে না। তাছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের সামান্য কাছে-দুরে অবস্থিত প্রায় সমস্ত অনলাইনে ই পাসপোর্ট আবেদন সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান।

সুত্রঃ একুশের বাণী

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন