October 25, 2024, 6:33 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ  সাংবাদিক রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান।

মনির হোসেন জীবন- দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক এবং যুগান্তরের সাবেক ডেপুটি এডিটর রফিকুল ইসলাম রতনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানী উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের চতুর্থ তলায় হলরুমে ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্টানের আয়োজন করা হয়। এর আগে ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সহকারী প্রধান শিক্ষক ও আহবায়ক এবং বিভিন্ন ক্লাব মেম্বারদের ক্রেস্ট ও নেইম প্লেট বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক ভূষিত হওয়া নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ শাহিনুর মিয়া কাছ থেকে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট গ্রহন করেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব হাবিবুল্লা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহিনুর মিয়া।

সম্মাননা প্রদান ও ক্লাবের প্যানেল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াব হাবিবুল্লা মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রোটারিয়ান মো. মতিউল হক, আমিরজান ফাউন্ডেশনের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির সভাপতি মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)র সাংবাদিক মনির হোসেন জীবন, নওয়াব হাবিবুল্লা মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) শ্রীমতি দ্বীপ্তি চক্রবর্তি, নওয়াব হাবিবুল্লা মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খালেদা পারভীন, ২য় বর্ষের শিক্ষার্থী আদিবা মাশহুবা ও ১ম বর্ষের শিক্ষার্থী মো. তামিম প্রমূখ।

অনুষ্ঠানে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দুই শতাধিক শিক্ষক, অভিভাবক ও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কমীরা উপস্থিত ছিলেন।শেষে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর সপরিবারসহ সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন