October 22, 2024, 11:34 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

দোলনের হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করুন: শাবান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে টাকা চেয়ে প্রাণনাশের হুমকিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ। হুমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দোলনকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন (এফজেএফ) এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

শাবান মাহমুদ বলেন, দৈনিক ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি করা হয়েছে, তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। জিডি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই, যারা হুমকি দিয়েছে টেলিফোন রেকর্ড যাচাই করে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন।

এই সাংবাদিক নেতা বলেন, কোনো সাংবাদিকদের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে মিছিলে মিছিলে সারাদেশ প্রকম্পিত করা হবে।

দোলনকে হুমকি দেয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যদি তার কিছু হয়, তাকে নিরাপত্তাহীন রেখে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বজ্ঞানহীন আচরণ করে, তাহলে সারাদেশে সাংবাদিকরা জাগরণ সৃষ্টি করবে।

শাবান মাহমুদ বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কলম স্তব্ধ করা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবাদিকবান্ধব। তার শাসনামলে যদি কেউ সাংবাদিকদের ওপর আক্রমণের চেষ্টা করে তাহলে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠবে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। দুই দিনের মাথায় সোমবার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকা টাইমস সম্পাদক রমনা থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন