October 22, 2024, 8:39 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

চলছে ” অলস ” গ্রেফতার , ইতিমধ্যে পুলিশের কব্জায় ১০০০০জন –

ডেক্স নিউজ – ফিলিপাইনে প্রায় ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ । পুলিশ গত দুই সপ্তাহ ধরে রাস্তায় ঘুরে বেড়ানো “অলস বা অকর্মন্যদের ” গ্রেফতার করে প্রেসিডেন্ট রদ্রিগো দুর্য়াতের নির্দেশে । ধারণা করা হয় জনগণের জন্য সম্ভাব্য অরাজকতা সৃষ্টির আশঙ্কায় এই অলসদের গ্রেফতারে নির্দেশ দেওয়ার পর এই অভিযান চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায় , গ্রেফতারকৃতদের বেশিরভাগই মেট্রোপলিটন এলাকার পুরুষ। এটাই ফিলিপাইনের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা। পুলিশ কিছু এলাকায় নারী ও অপ্রাপ্ত বয়স্কদেরও গ্রেফতার করেছে। কারফিউ চলার সময়ে তাদেরকে রাস্তায় অবস্থানে গ্রেফতার করা হয়।

রাজধানী ম্যানিলার একটি বড় জেলার পুলিশ প্রধান জেনারেল জোসেলিটো দাবি করেছেন , তারা কোনও অলসকে গ্রেফতার করছেন না। তিনি বলেন, আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা চেষ্টা করছি রাস্তায় অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে প্রস্রাব ও মদ্যপান বন্ধ করতে। এসবের বিরুদ্ধেই অভিযান চলছে।

২০১৫ সালে ম্যানিলায় লোক সংখ্যা ছিল ১২.৮ মিলিয়ন। এই হিসেবে প্রতি বর্গকিলোমিটারে শহরটিতে বাস করছেন ২০ হাজার ৭৮৫ জন।

বস্তি এলাকাগুলোতে অনেক মানুষই খোলা আকাশের নিচে বাস করেন। দেশটির গরম আবহাওয়ার কারণে অনেক পুরুষ প্রকাশ্যে কাঁধে শার্ট ঝুলিয়ে চলাফেরা করেন। এখন এমন আচরণকে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে।

এই অলস গ্রেফতার প্রেক্ষাপটে , মানবাধিকার সংগঠনগুলো এই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এসব সংগঠন এই অভিযানকে ‘গরিববিরোধী’ আখ্যায়িত করেছে। যদিও ফিলিপাইনে এই অলস গ্রেফতারের বিরুদ্ধে কোন প্রতিবাদ চোখে পড়ছে না । পরিস্থিতি যাই হোক ফিলিপাইনের প্রেসিডেন্ট এই অলস গ্রেফতার অভিযান থেকে পিছু হাটবেন কিনা সংশয় হিসাবে দেখুছে দেশটির সচেতন নাগরিকরা ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন