October 22, 2024, 10:24 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

গুলশানে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে ৪ তারকা শিল্পীসহ ৫ জন আহত।

নিজস্ব প্রতিনিধি ঃ রাজধানীর গুলশানে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে ৪ অভিনয় শিল্পী সহ পাঁচজন আহত হয়েছেন। এসময় তাদের বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

আহতরা চার অভিনয় তারকা শিল্পী হলো- শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী। পরে তাদেরকে পুলিশ ও স্হানীয় লোকজন আহত অবস্হায় উদ্বার করে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসান আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউ সড়কে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে বৈদূতওক খুটি ও গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যপ ২ জনের অবস্হা গুরুতর বলে জানান ওসি।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে রাজধানীর গুলশান অ‌্যাভিনিউ সড়কে
ঢাকা মেট্রো গ- ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা।

এবিষয়ে গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

এদিকে, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম সাংবাদিকদের জানান, গুলশান অ‌্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনায় চার অভিনয়শিল্পীসহ তাদের এক বন্ধু সহ মোট ৫ জন আহত হয়েছেন। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। আহতরা হচেছ – ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পী শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী।

দুর্ঘটনার শিকার অভিনেতা খায়রুল বাসার সাংবাদিকদের জানান, ‘আমাদের বহন করা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমরা আহত হই। এ ঘটনার পর পরই আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে বেঁচে গেছি। এখনো ট্রমার মধ্যে আছি।

জানা গেছে, সম্প্রতি মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মটি। ভ্রমণ–রোমাঞ্চ–ট্র্যাজেডি, নানা ঘরানার এ সিনেমা মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শরিফুল রাজ, নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, তাসনুভা তিশা, খায়রুল বাশার, জোনায়েদ বোগদাদী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন