December 23, 2024, 1:21 pm
হানিফ পাঠান ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড আওয়ামি লীগ নেতা ও শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সাবেক মেট্রো থানার সভাপতি জাহাঙ্গীর আলম জিকু বলেছেন, গাজীপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। গাজীপুর ২ আসনে নৌকার বিকল্প কেউ নাই। জাহাঙ্গীর আলম কার পক্ষে কাজ করছে এটি দেখার বিষয় না। ভোটের মাধ্যমে জবাব দেবে আওয়ামী পরিবারের সন্তানরা।
সোমবার বিকেলে ৩১ নং ওয়ার্ডের ভারারুল এলাকায় জাহিদ আহসান রাসেলের পক্ষে নৌকা প্রতীকের একটি বিশাল মিছিল করেন। মিছিলের এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় তিনি বলেন, ৩১ নং ওয়ার্ডে কারা নৌকার বিপক্ষে কাজ করছে তাদেরকে চিনে রাখুন। সময় আসলে জবাব দেওয়া হবে৷ আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চান। আপনারা যারা জাহিদ আহসান রাসেলকে ভালোবাসেন তারা কোন অপশক্তির কাছে মাথা নত করবেন না।
এসময় উপস্থিত ছিলেন, রাহাপাড়া গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিন ভান্ডারী, কাজিম উদ্দিন, শরিফ, সাত্তার, শাহজাহান, স্বপন, মমিন, মোক্তার হোসেন ঢালি প্রমুখ।