October 24, 2024, 4:29 pm

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

খেলার মাঠ থেকে নির্বাচনী মাঠে ; সফল হতে চলেছেন মাশরাফি

ডেক্স নিউজ – একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ,বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে নাম লিখিয়েছেন। তিনি লড়ছেন নৌকা প্রতীক নিয়ে । এখন তিনি ব্যস্ত নির্বাচনী প্রচার-প্রচারণায়।

নড়াইলের -২ আসনের সাধারণ মানুষই ; তার হয়ে করেছেন প্রচারণা। তাও আবার বিনে সুবিধায়। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এমন উদাহরণ বিরল ।ঢাকা থেকে বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতী নদী পার হয়ে কালনা ফেরি ঘাট দিয়ে তার নির্বাচনী এলাকা নড়াইলের কালনায় এসে পৌঁছেন তিনি । এ সময় হাজারো মাশরাফি ভক্ত সমর্থক তাকে বরণ করে নেন ।

মাশরাফি নিজের প্রচারণায় পাশে পেয়েছেন তার পরিবারকেও । তবে সবচেয়ে বেশি যে মানুষটি তাকে সাহায্য করেছেন তিনি আর কেউ নন সহধর্মীনি সুমনা হক সুমি।এ সময় তাই ভক্ত সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহ। পরে কালনা ঘাট এলাকায় আয়োজিত পথ সভায় উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চান তিনি। এ সময় সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বিরামহীন ভাবে করে গেছেন পথ সভা ও গণ সংযোগ । এমন পথসভায় জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা । সাড়াদেশ থেকে নানান ভাবে নানান ভক্তরা সহযোগীতা করছেন প্রচারণায় । কেউ সরাসরি উপস্থিত হয়ে , কেউ অনলাইনে ।
এদিকে ভোটপ্রার্থী মাশরাফি যেদিকে যাচ্ছেন , সেদিকেই যেন জনতার ঢল নামছে । এই অভূতপূর্ব পরিস্থিতি বলে দিচ্ছে তার বিজয় হয়ত রেকর্ড স্পর্শ করতে পারে বলে ধারণা অনেকের ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন