October 23, 2024, 1:38 pm

সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুলিশের সহায়তা ‘সাপোর্ট’ চালু।

মনির হোসেন জীবনঃ– চলমান এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘ পুলিশের পক্ষ থেকে সহায়তা “সাপোর্ট’ সেন্টার চালু করা হয়েছে।

ডিএমপির মিরপুর মডেল থানার আয়োজনে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে আসা- শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়, যানজটে আটকা শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা আনতে সহযোগিতা করা ইত্যাদি সহযোগিতা প্রদান করা হচ্ছে।

আজ বিকেলে ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

তিনি আরো জানান, এছাড়া আজ বৃহস্পতিবার ১৭ আগস্ট সকালে পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রের সামনে ফুল, কলম এবং চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানান মিরপুর মডেল থানা পুলিশ। সাপোর্টের আওতায় আজ ভুল কেন্দ্রে চলে আসা এক শিক্ষার্থীকে তার মূল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এই শিক্ষার্থীর কেন্দ্র ছিল ঢাকা মডেল কলেজ। কিন্তু তিনি ভুলে চলে আসেন মিরপুর গার্লস আইডিয়েল কলেজে। এসময় মিরপুর মডেল থানার পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন