October 25, 2024, 2:23 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

উত্তরখানে পুলিশের ওপেন হাউজে ডে অনুষ্ঠিত।

তামান্না আক্তারঃ রাজধানীর উত্তরখানে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, ও ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানে সামনে রেখে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।উত্তরখান মাজারের কলেজিয়েট স্কুলের হলরুমে শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

উত্তরখানের দুই নং বিটের ইনচার্জ এসআই মুশফিকুর রহমানের আয়োজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তরিকুর রহমান। এছাড়াও দক্ষিণখান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন ও উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এডিসি তরিকুর রহমান বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ। এ শ্লোগানকে সামনে রেখে আমরা পুলিশ ও জনগণ কাধে কাধ মিলেয়ে অপরাধ দমনে কাজ করে যাবো। জনগণ পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করবে, পুলিশ অপরাধ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তরখান থানার ওসি কাজী আবুল কামাল বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই আমরা মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস- জঙ্গিবাদ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধে কাজ করে যাচ্ছি। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে প্রতিপাদ্য করে আমরা অপরাধ নির্মুলে কাজ করে যাচ্ছি।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর সরকার, উত্তরখান থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, উত্তরখান থানা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুরুজ্জামান বেপারীসহ অন্তত তিন শতাধিক সাধারণ জনগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন