December 23, 2024, 3:38 am
মোঃ শাহীনঃ রাজধানীর দক্ষিণ খানের নদ্দাপাড়ায় আফিল উদ্দিন মডেল হাই স্কুলের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন-২০২৩ আজ বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে।
প্রতিযোগিতা সকল ৯ টায় শুরু হয়ে ৫ টায় শেষ হয়। বিকেল পাঁচটায় শুরু হয় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
আফিল উদ্দিন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ রবিউল ইসলাম রবি কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর, আরো উপস্থিত ছিলেন সভাপতি তো করেন প্রফেসর স,আ ফারুক আহমেদ (অব) প্রফেসর ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ)
পৃষ্ঠপোষকতায় ছিলেন ডঃ মুহাম্মদ আহসান হাবীব, সরকারি অধ্যাপক,নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল (নবজাত ও শিশু রোগ বিশেষজ্ঞ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মশিউর রহমান সিদ্দিকী (অবসরপ্রাপ্ত) আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউর রহমান রানা, মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন, নুরুন নাহার রিনি, মোঃ লুৎফর রহমান,মুজিবুর রহমান,খাদিজা আক্তার,হাজী মোহাম্মদ আবুল হোসেন,মোঃ খোরশেদ আলম কুসুম,সাইফুল ইসলাম, হাফিজুল ইসলাম ও আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রবিউল ইসলাম রবি বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের উচিত বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি সহ অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাঁচ্চাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং অভিভাবকদেরকে সচেতন করা।
তিনি আরো বলেন, তাহলেই বর্তমান প্রজন্ম থেকেই মেধাবী ও ক্রিয়েটিভ মানুষ বেরিয়ে আসবে, দেশ পাবে মেধাবী প্রজন্ম তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের দিকে।
পরে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদের মাঝে মাঝে কাছে সামগ্রী সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।