December 22, 2024, 10:15 pm
তাছলিমা তমাঃ রাজধানীর হজ ক্যাম্প-সংলগ্ন দক্ষিণখানে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইজতিমা প্রস্তুতি কমিটি জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী জানান, এয়ারপোর্টের পূর্ব দিকে খেলার মাঠ-সংলগ্ন কয়েক শ একর জায়গাতে প্রস্তুতি চলছে ইজতেমার মূল প্যান্ডেল।
গত কয়েক সপ্তাহ ধরে শত শত মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দানের প্রস্তুতির কার্যক্রম চলমান। মূল প্যান্ডেলের দক্ষিণ ও পূর্ব পাশে করা হয়েছে মুসল্লিদের জন্য শত শত টয়লেট ও ওজুখানার ব্যবস্থা। জেলাভিত্তিক থাকার জায়গা নির্ধারণ ছাড়াও জেলাভিত্তিক থাকছে খাবার পাকানোর ব্যবস্থা।
নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ারের।
আশা করা হচ্ছে সারা দেশের কয়েক লাখ নবী ও আল্লাহ প্রেমিক মুসল্লি অত্র ইজতেমায় অংশগ্রহণ করবেন। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।