October 27, 2024, 8:26 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে

হয়ে গেল রা, বি ৩৪ তম ব্যাচের মহামিলন মেলা

নিজেস্ব সংবাদদাতা – ২৬ শে ডিসেম্বর ২০১৯ ইং তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ ঘন পরিবেশে হয়ে গেল রা,বি ৩৪ ব্যাচের মহামিলন মেলা । ১৯৮৬ / ৮৭ শিক্ষাবর্ষে ভর্ত্তি হওয়া শিক্ষার্থীরা এই আয়োজনের মধ্যমণি ।
আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগত সসস্যরা জমায়েত হতে থাকেন রা,বি ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্ত্বরে । তারা মূলত দেশে এবং বিদেশের কর্মস্থল থেকে সময় করে এই উৎসবে অংশ নেন । প্রায় বন্ধুদের একে অপরের সাথে দির্ঘ্য বিরতির পর দেখা । উপস্থিত অনেকেই তরুণ সময়ে সাথে হয়ে দাপিয়ে বেড়ানো বন্ধুদের নাম জেনে চিনতে দেখা গিয়েছে । নামটি অক্ষুন্ন থাকলেও চেহাড়ায় মিল না থাকায় অনেককেই পাশদিয়ে ঘুরে ফিরে নিশ্চিত হয়েছে বন্ধুর পরিচয়

অতপর সকাল ১০ টায় শুরু হয় আনুষ্ঠানিক পর্ব । একটি র‍্যালি রা,বি ক্যাম্পাস ঘুরে সাবাস বাংলাদেশ চত্ত্বরে গিয়ে শেষ হয় । সেখানে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা ও সাথে বিশ্ববিদ্যালয় এবং ৩৪ ব্যাচের পতাকা তুলে উৎসব যাত্রা করান যথাক্রমে সাংসদ পীর মেজবাহ , রা,বি প্রক্টর প্রফেসর লুত্‌ফর রহমান,প্রফেসর আকরাম হোসেন ও হুসাইন শহিদ সুমন । পরে টি,এস,সি,সি’তে ধারাবাহিক ভাবে পরিচিতি পর্ব শুরু হয় । পরিচিতি পর্ব উপস্থাপনা করেন হুসাইন শহিদ সুমন ও মাহামুদুর রহমান প্রিন্স । তারপর নিজেদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আগত ৩৪ ব্যাচের সদস্যরা । সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক এইচ আর হাবিব ।


মধ্যাহ্নভোজ বিরতির পর প্রফেসর আবদুল্লা আল মামুনের ত্তত্বাবধানে শুরু হয় ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান । এই পর্বে অংশ নেয় মাতাল বাউল দল , অ্যাপেলো , প্রজ্ঞা,মারজান,মার্সিয়া কাস্তা,মারচি,লামিয়া ,মৌসি ও প্রমূখ । সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অন্যান্য আনুষ্ঠানিকতার শেষে ধন্যবাদ দিয়ে মহামিলনের সমাপ্তি ঘোষণা করা হয় ।
অনুষ্ঠান প্রসঙ্গে এই রা,বি ৩৪ ব্যাচ এর আহব্বায়ক হুসাইন শহিদ সুমন বলেন, আমরা প্রথম থেকেই আশাবাদী ছিলাম ভালো ভাবে শেষ করতে পারব । সবার সহোযোগীতায়, বিশেষ করে আমাদের রাজশাহীর বন্ধুরা অক্লান্ত খেটেছেন । অন্যদিকে যাদের কথা না বললেই নয় আমাদের ব্যাচের ৩৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের অনেকেই সার্বক্ষণিক ভাবে ত্তত্বাবধান করেছেন আয়োজনকে । আগামীতেও আমরা সকলের সহযোগীতা পেলে আবার মিলিত হ’তে চাই ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন