December 23, 2024, 3:54 am
পরেশ দেবনাথঃ কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর-২৪) সকালে কেশবপুর পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সভাপতিত্বে এবং পৌর যুবনেতা সুজন রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবনেতা আব্দুল গফুর। আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন। এর পর পৌর যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবনেতা বিল্লাল হোসেন, কেশবপুর পৌর ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম বাবু, সদস্য সচিব মনিরুল ইসলামসহ পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।