October 27, 2024, 8:25 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে

সোনাগাজীতে দুই সহোদরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

ডেক্সঃ ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে শরীফুল ইসলাম নাবিল (২২) ও সাহেদুল ইসলাম স্বপন (২০) নামে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাগাজী পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সোনাগাজী বাজারের ব্যবসায়ী আমিন শরীফের ছেলে শরীফুল ইসলাম নাবিলের সঙ্গে একই গ্রামের আবুল কালামের ছেলে মো. রিয়াজের সাথে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাগাজী বাজারস্থ দোকান বন্ধ করে আমিন শরীফের দুই ছেলে শরীফুল ইসলাম নাবিল ও সাহেদুল ইসলাম স্বপন মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। ভাই ভাই হোটেলের সামনে জ্যামে পড়লে আবুল কালামের ছেলে মো.রিয়াজ, কামাল উদ্দিনের ছেলে সজিব ও আবু তাহেরের ছেলে ইব্রাহীমের নেতৃত্বে ৮-১০জন সশস্ত্র সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে নাবিল ও স্বপনের উপর হামলা করে। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে ব্যবসায়ী আমিন শরীফ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাত রেখেছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন