December 23, 2024, 7:16 am
দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
আজ ২৯ জুলাই ২০২৩ তারিখ কিছু দুস্কৃতিকারী জসীম উদ্দিন, হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় ১০/১২ টি ককটেল বিস্ফোরণ করে বিশৃঙ্খলা ও নাশকতা করার চেষ্টা করেছিল। এরই প্রেক্ষিতে উক্ত এলাকায় র্যাব-১ অতিরিক্ত বিশেষ প্যাট্রোল পরিচালনা করে নিরাপত্তা নিশ্চিত করে এবং এই কর্মসূচি উপলক্ষ্যে র্যাব-১ এর অধিনায়ক মহোদয় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং সাংবাদিকদের সাথে উক্ত এলাকায় মতবিনিময় করেন।ঢাকা মহানগরীতে অবস্থান কর্মসূচীকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী, ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা সহ গাজীপুর, পূর্বাচল, নারায়নগঞ্জ ও ৩০০ ফিট এলাকায় ঢাকার প্রবেশ মুখে রোবাস্ট পেট্রোল জোরদার করার পাশাপাশি র্যাব-১ এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করার মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
যে কোন নাশকতা/হামলা মোকাবেলায় র্যাব-১ এর পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যেকোন ধরণের উদ্ভুত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপি’র অবস্থান কর্মসূচী’কে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে র্যাব-১ এর সার্বিক প্রস্তুতি রয়েছে।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব-১ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।