December 23, 2024, 1:09 pm
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী এমপিকে সংবর্ধনা দিয়েছে উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি।
সোমবার রাতে উত্তরা ৬ সেক্টরের উত্তরা কমিউনিটি সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উত্তরা ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
উত্তরা ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ সভাপতি শেখ মামুনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান।
এসময় সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, অতীতের যে কোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করে যাবো।