October 23, 2024, 6:31 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

রা,বি’র প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠিত সন্মেলনে ” রা,বি ব্যাচ – ৩৪ ” গঠিত।

সংবাদদাতা – রাজশাহী বিশ্ববিদ্যালয় এর একটি সেশনের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের  নিয়ে গঠিত হলো রা,বি ব্যাচ – ৩৪ সন্মেলন ।
‌সংগঠনটি উদ্দেশ্য মূলত ১৯৮৬/৮৭ সেশনে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন করে পারস্পরিক সহযোগীতার মনোভাব জাগিয়ে তোলা। সেই লক্ষ্য রাজধানীর ধানমন্ডির একটি রেষ্টুরেন্টে হয়ে গেেল এই সন্মিলন। সন্মিলনে আগত সদস্যরা তাদের ছাত্র জীবনের স্মৃতি চারণ করেন। প্রায় ২৫ বছর পর একত্রিত হতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পরেন।  মিলন মেলাটি যেন এক খন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবহ পায়।  সন্মেলনে উপস্থিতদের মধ্য থেকে হোসেইন শাহিদ সুমনকে আহব্বায়ক করাা হয়।

১ বছরের একটি কর্মপরিকল্পনা তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। তাদের কর্মপরিকল্পনায় যা রয়েছে তা নিম্নরুপ আগামী সেপ্টেম্বরে সকল সদস্যের পরিবার পরিজন নিয়ে গেট টুগেদার  এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্রীয় মহা সন্মেলন। সভায় সভাপতিত্ব করেন সুমন,বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক এই আর হাবিব, প্রিন্স, পিন্টু,বিল্লাসহ অনেকেই। বক্তারা আগামীতে সংগঠনের সকল কর্মকান্ডে সবাইকে অংশ নেবার আহব্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন