October 27, 2024, 4:27 pm

সংবাদ শিরোনাম :
কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল ও আলোচনা সভা ব্যবসয়ী এম শরীফ উদ্দিনের নামে মিথ্যা মামল প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি ও বাতাসে উঠতি আমন ধানের ক্ষতি  দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান খিলক্ষেত কুরাতুলি ট্রাকের বেপরোয়া কান্ডে পুলিশ নিহত  শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়;সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে

রাজধানীর মিরপুর ও দারুসসালাম এলাকায় র‍্যাব-৪ এর সাঁড়াশি অভিযান, আটক বিভিন্ন ধরণের বিপুল পরিমান মাদকসহ ১২ মাদক কারবারি গ্রেফতার।

তামান্না আক্তার হাসিঃ রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখ ১৫.৩০ ঘটিকা হতে ২২.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর মডেল এবং দারুস সালাম থানাধীন এলাকায় ০৪ টি পৃথক অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা, ৩৫৮০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশী মদ, ০৬ ক্যান বিয়ার এবং ১৩ টি মোবাইলসহ নিম্নোক্ত ১২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

(১) অলি গাজী (৩২), জেলা-পটুয়াখালী।(২) মোঃ স্বপন খাঁ (৩৬), জেলা-ঢাকা।(৩) মোঃ আরমান (৩৩), জেলা-নারায়নগঞ্জ।
(৪) মোঃ পাপ্পু (২৬), জেলা-ঢাকা।(৫) মোঃ আব্দুল করিম (২০), জেলা-শেরপুর।(৬) মোঃ শাহরুক (২০), জেলা-মাগুরা।(৭) মোঃ গিয়াস উদ্দিন (২৮), জেলা-কক্সবাজার।(৮) সৈয়দ হোসেন (২৮), জেলা-কক্সবাজার।(৯) ননি জীবন চাকমা (৪০), জেলা-রাঙ্গামাটি।(১০) শফিকুল ইসলাম @ ইমরান (২৩), জেলা-ঝালকাঠি।(১১) মোঃ পাভেল (২৫), জেলা-মুন্সিগঞ্জ।(১২) মোঃ আলমগীর (২২), জেলা-কুমিল্লা। উল্লেখ্য উপরোক্ত আসামিগণ অভিনব কায়দায় বিভিন্ন রকমের মাদক সংগ্রহ, পরিবহন ও বিতরণ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো ।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন