October 25, 2024, 2:32 am

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিদেশী মদসহ ০১জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১।

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অদ্য ১১ আগস্ট ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৬৫৫ ঘটিকায় র‌্যাব-১, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য বহণ করে গুলশান এলাকা হতে খিলক্ষেত থানাধীন পূর্বাচলগামী ৩০০ফিট রোড দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন কুড়িল হতে পূর্বাচলগামী ৩০০ফিট রোডের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গেইট হতে পূর্বদিকে আনুমানিক ২০০গজ দুরুত্বে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নীচে উত্তরপাশের্^র পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশীকালে বিপুল পরিমান মাদকদ্রব্য বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শিকদার (৪৪), পিতা-মৃত জালাল শিকদার, মাতা-মোসাঃ মাজু বিবি, সাং-রানীপুর, থানা-মির্জাগঞ্জ, জেলা-পঁটুয়াখালী, এ/পি-১৫৯ পশ্চিম আরজতপাড়া, তেঁজগাও, থানা-তেঁজগাও, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ১২০ (১২০ লিটার) বোতল বিদেশীমদ, ০২টি মোবাইল ফোন, নগদ ৬৫০/-টাকা ও ০১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন