October 24, 2024, 4:34 pm

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

রাজধানীতে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক জঙ্গিসহ পৃথক ঘটনায়  আটক-১০।

মোবাইল, কম্পিউটার, হার্ডডিস্ক, পাসপোর্ট, ১৬ টি ডিভাইজ ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ

মনির হোসেন জীবনঃ- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি  সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক  জন সক্রিয়  জঙ্গি সদস্যকে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এছাড়া  রাজধানীতে অপর একটি অভিযানে মোবাইল ফোন চুরি,  আইএমইআই নাম্বার পরিবর্তন করে চোরাই ফোন বিক্রয়ের সাথে জড়িত চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করে এটিইউ’র সদস্যরা।

এটিইউ পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জঙ্গি সদস্যদের নাম  মোহাম্মদ আরিফ (২৩)। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ফেকামারা গ্রামের মোঃ হানিফের পুত্র। বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করছিল আরিফ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টার রাজধানীর বারিধারা সোহরাওয়ার্দী এভিনিউ ব্লক – কে, বাড়ি – ৩৫,  (মিডিয়া) কনফারেন্স রুম অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্হা’টির পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এসময়  পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম)মেরিন সুলতানা,  অ্যাডিশনাল (এসপি) আখিউল ইসলামসহ অন্যান্য উধর্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন। এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্বে (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের একটি দল গতকাল বুধবার সন্ধ্যা রাতে রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি  সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র সক্রিয় সদস্য মোহাম্মদ আরিফ (২৩)কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকালে তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন, একটি কম্পিউটার সিপিইউ, ১ টি হার্ডডিস্ক ড্রাইভ, ১ টি পাসপোর্ট ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। এটিইউ পুলিশের এ কর্মকর্তা  জানান, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আরিফ কথিত ইসলামী বক্তা জসীম উদ্দিন রাহমানি, তামিম আল-আদনানীদের ওয়াজ  শুনে উদ্বুদ্ধ হয়ে “আনসারুল্লাহ বাংলা টিম”র সক্রিয় সমর্থক ও সদস্য হয়। পরবর্তীতে এ জঙ্গি সংগঠনে  যুক্ত হওয়ার পর গ্রেফতারকৃত মোহাম্মদ আরিফ তার বর্তমান ঠিকানা টঙ্গী বাজার চেয়ারম্যান বাড়ি এলাকায় গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, “আনসারুল্লাহ বাংলা টিম”র সদস্য মোহাম্মদ আরিফ গ্রেফতারের পূর্ব পর্যন্ত সংগঠনের  সদস্য সংগ্রহ ও সংগঠিত করার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিল।

তিনি জানান, আটককৃত আসামী মোহাম্মদ আরিফ (২৩) ও পলাতক আসামী ইয়াকুব হুজুর,  ওমর ফারুক ও  জাহাদ খানসহ তাদের অজ্ঞাতনামা সহযোগী আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে টঙ্গি পূর্ব থানায় একটি মামলা দায়ের করা  হয়েছে।

অপরদিকে, এটিইউ পুলিশের অপর একটি  দল গতকাল বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় রাজধানীর চানখাঁর পুল, জুরাইন বিক্রমপুর প্লাজা, জুরাইন বুড়িগঙ্গা সেতুমার্কেট, যমুনা ফিউচারপার্কসহ বিভিন্ন এলাকায় পৃথক  অভিযান চালিয়ে মোবাইল চোর, চোরাই মোবাইল কেনাবেচা ও আইএমইআই পরিবর্তনের সাথে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন,  মোঃ বাহাউদ্দিন হোসেন মিজি ওরফে বাহার (৩৫),রমজান আলী (২৯), মো: হামিম আহমেদ ওরফে হামিম (৩৪), মো: আতিকুল ইসলাম (২৮), মোঃ পারভেজ হাসান (১৮), মোঃ মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩২), মো: সাইফুল ইসলাম (২৮), মোঃ ফয়সাল আহমেদ রনি (৩৪) ও মোঃ মিল্লাত হোসেন (২৬)।

এটিইউ সূত্রে জানা গেছে, আটককৃতরা ডিএমপির কদমতলী  থানার শনির আখড়া, তেজগাঁও থানার নাখালপাড়া রেল লাইন বস্তি, কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম ভাংনা, মুগদা ৭২৬ কুমিল্লা পট্টি, মানিকনগর দক্ষিণ দনিয়া, ডেমরা ঢাকা টাওয়ারের চতুর্থ তলা ও যাত্রাবাড়ী থানার  দয়াগঞ্জ এলাকায় বর্তমানে বসবাস করে আসছিল। এটিইউ পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য ও সনাক্তমতে চোরাই মোবাইল কেনাবেচা ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহত ৩টি ল্যাপটপ, ১টি মনিটর, ৭টি মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ সামগ্রী, আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহত ১৬টি ডিভাইস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দলভুক্ত হয়ে রাজধানী ঢাকা শহর ও আশপাশের জেলা সমুহের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল এবং মানুষের জানাজার নামাজসহ জনসমাগমস্থল থেকে মোবাইল ফোন চুরি করে এবং অভ্যাগতভাবে চোরাই মোবাইল সেটসমুহের আইএমইআই পরিবর্তন করে কেনা-বেচা করে থাকে।

এদিকে, আজ রাতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এএসপি  ওয়াহিদা পারভীন  জানান,  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয়  আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন