October 24, 2024, 6:19 pm

সংবাদ শিরোনাম :
খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন

রাজধানীতে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার।

শফিকুল ইসলাম- রাজধানী  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- খালেছ মাহামুদ ঈমান (২৪), মোঃ মাছুম (২৯), মোঃ মিলন হোসেন (৪২), মোঃ সাগর দেওয়ান (৩৮) ও মোঃ মিজান (২৪)।

গ্রেফতারকৃত চোর দলের সদস্যরা ঢাকার কদমতলি, দক্ষিন কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ ও পটুয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকালে র‍্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন ৫ চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় র‍্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মিডিয়া এম, ফখরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ একটি দল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, অভিযানে তাদের কাছ থেকে ৩ টি চোরাই অটোকৃত রিকশা, ৫ টি মোবাইল ফোন, নগদ ১৮ হাজার ২০০ টাকা, ২ টি হাত ঘড়ি ও ৩ টি চাবি উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত অটো রিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটো রিকশা চুরি করে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন