December 22, 2024, 10:58 pm
মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ- রাউজান হাজীপাড়া বড় মাওলানা নক্বশবন্দীয়া দরবার শরীফে হযরত বড় মাওলানা (রহ.) এবং তাঁর পুত্র হযরত মাওলানা সা’আদ উল্লাহ(রহ.) এর পবিত্র ওরশ শরীফ হুজুরের বড় নাতী শাহাজাদা আলহাজ্ব সৈয়দ আব্দুস সালাম(রহ.) এর আওলাদ গণের পক্ষে অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারী রবিবার বাদে জোহর থেকে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, মিলাদ, জেয়ারত এর মাধ্যমে ওরশ শরীফ উদযাপন করা হয়। উক্ত ওরশ শরীফ উপলক্ষে আল ইজাবাহ ইসলামিক কনফারেন্স ও হাজীপাড়া বড় মাওলানা নক্বশবন্দীয়া দরবার শরীফের পবিত্র শাজরা এর মোড়ক উন্মোচন এর আয়োজন করা হয়। শাহজাদা সৈয়দ রেজাউল করিম এর সভাপতিত্বে এবং সেকান্দর আলম চৌধূরী এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী(মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়্যদ বাড়ী দরবার শরীফের মুন্তাজিম ও শামসুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা সৈয়্যদ সাইফুদ্দৌলা, শাহজাদা সৈয়্যদ হাসনুদ্দৌলা, হাজীপাড়া দরবার শরীফের মুন্তাজিম শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ মামুন, শাহজাদা সৈয়্যদ রিজবান উল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরিদুল আলম রেজবী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারী মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, সাবেক চেয়ারম্যান জানে আলম বাবুল, প্রিন্সিপাল মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা হাফেজ মঈন উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়্যদ মুহিব উল্লাহ নক্বশবন্দী , বাঁশখালী নঈমীয়া নক্বশবন্দীয়া দরবারের সাজ্জাদানশীন শায়খ শফিউল বশর নঈমী, মাওলানা মুহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী, জনাব আলী হোসেন মুরাদ, মাওলানা আব্দুল মাবুদ প্রমুখ।