December 23, 2024, 4:47 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ যশোরে নতুন পুরাতন মিলে হলেন নৌকার প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয় আসনের মধ্যে দু’টি আসনে নতুন প্রার্থী এবং চারটিতে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রার্থীরা হলেন, যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ডাঃ তৌহিদুজ্জামান, যশোর-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে এনামুল হক বাবুল, যশোর-৫ (মনিরামপুর) আসনে বর্তমান সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
এদিকে যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মনোনয়ন পাওয়ায় শহরে আনন্দ মিছিল হয়েছে।